Biman Bangladesh Airlines Exam Question Solution

Biman Bangladesh Airlines Exam Question Solution, Today Biman Bangladesh Airlines Exam Question Solution, Recent Biman Bangladesh Airlines Exam Question Solution, Latest Biman Bangladesh Airlines Exam Question Solution, Biman Bangladesh Airlines Exam Question Solution pdf, www.biman-airlines.com,

Biman Bangladesh Airlines recently take a MCQ type job exam. All of the examine can see this solution to get idea that how many marks you get here. When we read question solution we get idea about which is our right answer and which is wrong. Next job exam question pattern and Idea also we get here.

Biman Bangladesh Airlines Exam Question Solution

প্রতিষ্ঠানের নামঃ বিমান বাহিনী সদর দপ্তর

পদের নামঃ অফিস সহায়ক

পরীক্ষার তারিখঃ ১০-০৯-২০২২

 

বাংলা অংশের সমাধানঃ 

১। উত্তর লিখুনঃ 

ক) বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি সংখ্যা কয়টি? উত্তরঃ ৭টি [যথা অ, আ, ই, উ, এ, ও, অ্যা] যদি প্রশ্নে বাংলা ভাষায় মৌলিক ধ্বনির সংখ্যা কতটি বলতো তাহলে উত্তর ৩৭টি হতো] 

খ) ধ্বনি তৈরি হয় কিসের সাহায্যে? উত্তরঃ বাকযন্ত্র এর সাহায্যে 

গ) ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? উত্তরঃ ফলা 

ঘ) ব্যাকরণে বচন অর্থ কি? উত্তরঃ সংখ্যার ধারণা 

ঙ) একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকা প্রয়োজন? উত্তরঃ ৩টি। যথাঃ আকাঙ্ক্ষা, ২। আসত্তি এবং ৩। যোগ্যতা

 

২। চলিতরূপ লিখুনঃ 

মৎস্য = মাছ

এই = এ

অদ্যাপি = আজও

 

৩। সন্ধি বিচ্ছেদ করুনঃ 

রুপালি = রূপা+আলি

আন্না = আর + না

উন্নতি = উৎ+নতি

 

৪। লিঙ্গ পরিবর্তন করুনঃ 

অরণ্য = অরণ্যানী

শুদ্রানী = শুদ্র

ধনী = ধনী

 

৫। বিপরীত শব্দ লিখুনঃ 

ঊর্ধ্ব = নিম্ন

অঘটন =ঘটন

পটু = অপটু/আনাড়ি

 

৬। বাগধারার অর্থ লিখুনঃ 

গরজ বড় বালাই = প্রয়োজনে গুরুত্ব

সোনার পাথর বাটি = অলীক বস্তু

নাড়ির টান = গভীর ও আন্তরিক মমত্ববোধ

ইংরেজি অংশের সমাধানঃ  

৭। ইংরেজিতে অনুবাদ করুনঃ

মানুষ মাত্রই ভুল করে = To err is human.

বাগানে অনেক ফুল আছে = There are many flowers in the garden.

আমি ভাত খেয়েছি = I have eaten rice.

মেয়েটি ফুলের মত সুন্দর = The girl is as beautiful as flower.

ইচ্ছা থাকলে উপায় হয় = Where there is a will, there is a way.

৮। শূন্যস্থান পূরণ করুনঃ 

Karim is addicted — gambling. = to

I beg mercy — the principal. = to

Napa is cure — headache. = for

He died —- over eating. = from

The girl is expert —- drawing. = at

৯। ইংরেজি শব্দগুলোর Past Participle লিখুনঃ 

Pray = Prayed

Cut = Cut

Send = Sent

Teach = Taught

Ban = Banned

১০। বাংলা শব্দগুলোর ইংরেজি শব্দ লিখুনঃ 

গবেষণা = Research

সচিবালয় = Secretariat

সত্যায়ন = Attestation

সততা = Honesty

ব্যবহার = Behaviour

গণিত অংশের সমাধানঃ  

১১. একজন দোকানদার কিছু ডাল ২৩৭৫.০০ টাকায় বিক্রয় করায় তার ৫% ক্ষতি হলো। ঐ ডাল কত টাকায় বিক্রয় করলে তার ৬% লাভ হতো?

উত্তরঃ ২৬৫০ টাকা 

১২. x2 + 1/x2 = 3 হলে, (x+ 1/x)2 এর মান নির্ণয় করুন।

উত্তরঃ 5 

১৩. উত্তর লিখুন:

ক. ১ মিটারে কত ইঞ্চি? উত্তরঃ ৩৯.৩৭ ইঞ্চি 

খ. ১ লিটার বিশুদ্ধ পানির ওজন কত কিলোগ্রাম? উত্তরঃ ১ কিলোগ্রাম 

গ. ১ শতকে কত বর্গফুট? উত্তরঃ ৪৩৫.৬ বর্গফুট

ঘ. ৭৫ এর রোমান সংখ্যা লিখুন। উত্তরঃ LXXV 

ঙ. বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যকে কি বলে? উত্তরঃ পরিধি 

সাধারণ জ্ঞান অংশের সমাধানঃ  

১৪। উত্তর লিখুনঃ

ক. আমার দেখা নয়াচীন গ্রন্থের লেখকের নাম লিখুন? উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

খ. কবর নাটকের রচয়িতা কে? উত্তরঃ মুনীর চৌধুরী 

গ. মুক্তিযুদ্ধের সময় নৌ সেক্টর কত নং সেক্টরের অধীনে ছিল? উত্তরঃ ১০ নং সেক্টর 

ঘ. পদ্মা সেতুর স্প্যান সংখ্যা কতটি? উত্তরঃ ৪১টি [পিলার ৪২টি]

ঙ. ফুটবল বিশ্বকাপ ২০২২ কোন দেশে অনুষ্ঠিত হবে? উত্তরঃ কাতার 

চ. থাইল্যান্ডের মুদ্রার নাম কি? উত্তরঃ বাথ

ছ. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? উত্তরঃ হামিদুর রহমান

জ. বাংলাবান্ধা স্থলবন্দর কোন জেলায় অবস্থিত? উত্তরঃ পঞ্চগড়

ঝ. মুজিবনগর সরকারের শপথ বাক্য কে পাঠ করিয়ে ছিলেন? উত্তরঃ ইউসুফ আলী 

ঞ. ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? উত্তরঃ দ্রৌপদী মুর্মু

ট. বাংলাদেশের রণ সংগীতের রচয়িতা কে? উত্তরঃ কাজী নজরুল ইসলাম

ঠ. জীবন থেকে নেয়া চলচ্চিত্রের পরিচালক কে? উত্তরঃ জহির রায়হান 

ড. মানুষের দেহে ক্রোমোজোমের সংখ্যা কত জোড়া? উত্তরঃ ২৩ জোড়া 

ঢ. EVM এর পূর্ণরূপ লিখুনঃ উত্তরঃ Electronic Voting Machine

ণ. বাংলাদেশের সর্বশেষ বিভাগের নাম লিখুন। উত্তরঃ ময়মনসিংহ বিভাগ

 

old

পদের নামঃ ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট/ প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট

পরীক্ষার তারিখঃ ২৬ আগস্ট ২০২২

পরীক্ষার সময়ঃ ৬০ মিনিট

পূর্ণমানঃ ৮০

এই পরীক্ষার প্রশ্নের ব্যাখ্যাসহ সমাধান ও লাইভ পরীক্ষা দিতে পারবেন Android App: job aid  এর Recent Job Solution  মাধ্যমে।

Download App 

সম্পূর্ণ সমাধান দেখুন নিচেঃ

ইংরেজি অংশ সমাধানঃ  

১। The Perthenon is said ………. Created in the Age of Pericles. 

ক. to have become খ. to have begun গ. to have been ঘ. to have had begun

Ans: to have been

২। If Submissive is to Disobedient, then which of the following is correct?

ক. comply – conform খ. heed – acquiesce গ. observed – defy ঘ. obey – hearken to

Ans: গ. observed – defy

৩। The moment to bridge the chasms that divide us come. Here the underlined word means-

ক. Hollowness খ. Cleft গ. Depth ঘ. Joint 

Ans: খ. Cleft

৪। Which one is a literary work of William Wordsworth?

ক. The Excursion খ. To Daffodils গ. The Prejudice ঘ. Runaway 

Ans: ক. The Excursion

৫। What is the meaning of the phrase ‘more than meets the eyes’?

ক. again and again খ. clear and visible গ. appearance can be deceiving ঘ. more than once 

Ans: গ. appearance can be deceiving

৬। Fill in the appropriate preposition: Are you still brooding …… what he said?

ক. in খ. for গ. over ঘ. at 

Ans: গ. over

৭। The closest meaning of XENOPHOBIA is ……

ক. fear of inert gas খ. prejudice against foreigners গ. fear of closed place ঘ. repulsion to love 

Ans: খ. prejudice against foreigners

৮। What is the antonym of ‘galore’?

ক. profuse খ. paramour গ. coherence ঘ. meager 

Ans: খ. prejudice against foreigners

৯। Which one is the noun form of ‘revolt’?

ক. revolting খ. revoltness গ. revolt ঘ. revulsion 

Ans: গ. revolt

১০। ‘Such people are not found now’ -the determiner in this sentence is —

ক. such খ. people গ. are ঘ. not 

Ans: ক. such

১১। George Eliot was the pen name of —

ক. Eric Arthur Blair খ. Mary Ann Evans গ. Samuel Clemens ঘ. William Sydney Porter 

Ans: খ. Mary Ann Evans

১২। Change the speech to active: Why was he punished by the teacher?

ক. Why the teacher punished him? খ. By whom was he punished?

গ. Why did the teacher punish him? ঘ.Who punished him?

Ans: গ. Why did the teacher punish him?

১৩। What is the opposite gender for ‘Roe’?

ক. Buck খ. Drake গ. Drone ঘ. Hart 

Ans: ঘ. Hart 

১৪। I opened the door as soon as I ——— the bell.

ক. have heard খ. was hearing গ. heard ঘ. had heard 

Ans: গ. heard

১৫। The synonym of the word ‘slothful’ is —

ক.  plebeian খ. indolent গ. slavery ঘ. disastrous 

Ans: খ. indolent

১৬। Which of the following is written in blank verse?

ক. The Rape of the Lock খ. Absalon & Achitophel 

গ. Paradise Lost ঘ. In memoriam 

Ans: গ. Paradise Lost

১৭। Which spelling is correct?

ক. Exaggeration খ. Exeggaration গ. Manouvre ঘ. Maneuvre 

Ans: ক. Exaggeration

১৮। The word ‘Cartographer’ means-

ক. A person who draws map খ. A cart pulling animal 

গ. A person who makes cart ঘ.A person who rides a cart

Ans: ক. A person who draws map

১৯। When did the Romantic Period of English literature start?

ক. 1625 খ. 1702 গ. 1798 ঘ. 1832 

Ans: গ. 1798 

২০। Could he explain why he turned it down? the underlined is a/an—-

  1. a) Principle clause b) Noun clause c) Adjective clause d) Adjective clause

Ans: b) Noun clause

 

গণিত অংশ সমাধানঃ   

২১। a2 – 8a – 8b + 16 + b2 এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?

ক) – 2ab খ) 8ab গ) 6ab ঘ) 2ab

উত্তরঃ ঘ) 2ab

২২। ৬০০ টাকার ৮ মাসের মুনফা এবং ১২০০ টাকার ৬ মাসের মুনফা একত্রে ৫০ টাকা হলে বার্ষিক মুনফার হার কত?

ক) ৩% খ) ৪% গ) ৫% ঘ) ৬%

উত্তরঃ গ) ৫% 

২৩। কোনো সমান্তর ধারার ৩য় পদ ১১ এবং ৬ষ্ঠ পদ ২৩ হলে ধারাটির প্রথম ৭টি পদের সমষ্টি কত?

ক) ২৭ খ) ৬৫ গ) ৮৭ ঘ) ১০৫

উত্তরঃ ঘ) ১০৫

২৪। 11^4x+12 = 5^4x+12  হলে x এর মান কত? 

ক) -4 খ) 3 গ) -3 ঘ) 4

উত্তরঃ গ) -3

২৫। pq > 0, pr < 0 এবং r > 0 হলে নিচের কোনটি সত্য?

ক) qr > 0 খ) qr < 0 গ) q > 0 ঘ)  p < 0

উত্তরঃ খ) qr < 0

২৬। 6m2 – 13m + 6 এই সমীকরণটির মূলদ্বয়ের প্রকৃতি কেমন?

ক) বাস্তব, অসমান ও মূলদ খ) বাস্তব ও সমান গ) বাস্তব, অসমান ও অমূলদ ঘ) অবাস্তব

উত্তরঃ ক) বাস্তব, অসমান ও মূলদ

২৭। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ৬ সে.মি. হলে ত্রিভুজের উচ্চতা কত?

ক. √3 সে.মি. খ. 2√3 গ) 3√3 ঘ. 4√3

উত্তরঃ গ) 3√3

২৮। ৩৬ গ্রাম ওজনের সোনার গয়নায় সোনা ও খাদের অনুপাত ৭:৫। এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪:১ হবে?

ক. ২৪ গ্রাম খ. ২৯ গ্রাম গ) ৩৪ গ্রাম ঘ. ৩৯ গ্রাম

উত্তরঃ ঘ. ৩৯ গ্রাম

২৯। একটি বাক্সে ৩ টি লাল., ৪ টি সবুজ ও ৫ টি নীল বল আছে। নিরপেক্ষভাবে ৩ টি বল তোলা হলে অন্তত ১ টি নীল বল পাওয়ার সম্ভাবনা কত?

ক. ৭/১২ খ. ৫/১২ গ) ৩৭/৪৪ ঘ. ৭/৪৪

উত্তরঃ গ) ৩৭/৪৪

৩০। 2x – 5 < 7 অসমতাটির সমাধান কত?

ক. -3 < x < 3 খ. -2 < x < 4 গ) 1 < x < 5  ঘ. -1 < x < 6

উত্তরঃ ঘ. -1 < x < 6

৩১। একটি মিটিং এ উপস্থিত সদস্যবৃন্দ মীটিং এর শুরুতে এবং শেষে একে অপরের সাথে করমর্দন করে। মোট করমর্দনের সংখ্যা ২০ হলে মীটিং এর সদস্য সংখ্যা কত?

ক) ৪ জন খ) ৫ জন গ) ৬ জন ঘ) ৭ জন

উত্তরঃ খ) ৫ জন

৩২। দুটি সংখ্যার পার্থক্য বড় সংখ্যাটির ২০%। ছোট সংখ্যাটি ২০ হলে বড় সংখ্যাটি কত?

ক) ২৫ খ) ৪৫ গ) ৫০ ঘ) ৮০

উত্তরঃ ক) ২৫

৩৩। 5 = {x N: x2 > 8, x3 < 30} হলে S সেটের প্রকৃত উপসেট কোনটি?

ক) {3} খ) {4} গ) {3,4} ঘ) {}

উত্তরঃ ক) {3}

৩৪। ABCD রম্বসের কর্ণদ্বয় O বিন্দুতে ছেদ করলে ∆ BOC কোন ধরনের ত্রিভুজ?

ক) সমবাহু খ) সমকোণী গ) সমদ্বিবাহু ঘ) সমকোণী সমদ্বিবাহু

উত্তরঃ খ) সমকোণী

৩৫। ৩৬০০ টাকা করে দুটি চেয়ার বিক্রি করায় একটিতে ২০% লাভ ও অপরটিতে ২০% ক্ষতি হল। মোট কত টাকা লাভ বা ক্ষতি হল?

ক) ৩০০ টাকা লাভ খ)  ৪০০ টাকা লাভ গ) ৪০০ টাকা ক্ষতি ঘ) ৩০০ টাকা ক্ষতি

উত্তরঃ ক) ৩০০ টাকা লাভ

৩৬। ৪০ জন লোকের মাঝে ৩০ জন ইংরেজি, ২৫ জন বাংলা ও ইংরেজি এবং প্রত্যেকেই দুটি ভাষার অন্তত একটি ভাষায় কথা বলতে পারে। শুধু বাংলায় কতজন কথা বলতে পারে?

ক) ১০ জন খ) ১৫ জন গ) ১৮ জন ঘ) ২০ জন

উত্তরঃ ক) ১০ জন

৩৭। log₇(^5√7.√7) – log₃(^3√3)+log₄^2 এর মান কত?

ক. 12/19 খ. 13/17 গ. 13/15 ঘ. 11/13

উত্তরঃ গ. 13/15

৩৮। m = 7 – 4√3 হলে, √m+1/√m এর মান কত হবে?

ক. 3 খ. 4 গ. 8 ঘ. 9

উত্তরঃ খ. 4

৩৯। ৮ জন লোক একটি বৃত্তাকার টেবিলের চারপাশে কতভাবে বসতে পারে?

ক. ২৫২০ খ. ৫০৪০ গ. ২০১৬০ ঘ. ৪০৩২০

উত্তরঃ খ. ৫০৪০

৪০। ১২, ৯, ১৫, ৫, ২০, ৮, ১৫, ১৭, ২১, ২৩, ১১ উপাত্তগুলোর মধ্যক কত?

ক. ১২ খ. ১৩ গ. ১৪ ঘ. ১৫ 

উত্তরঃ ঘ. ১৫ 

 

বিজ্ঞান অংশ সমাধানঃ    

৪১। দেহের হাড় বৃদ্ধি নির্ণয়ে কোনটি ব্যবহৃত হয়?

ক. আয়োডিন ১৩১ খ. কোবাল্ট ৬০ গ. টেকনিশিয়াম ৯৯ ঘ. ফসফরাস ৩২

উত্তরঃ ঘ. ফসফরাস ৩২

৪২। নিচের কোন দেশটির রেডিও ফ্রিকোয়েন্সি রেঞ্জ ব্যাতিক্রম?

ক. জাপান খ. আয়ারল্যান্ড গ. নামিবিয়া ঘ. মেক্সিকো

উত্তরঃ ক. জাপান

৪৩। ‘ফাইলমেকার প্রো’ প্রোগ্রামটি তৈরি করেছে-

ক. আইবিএম খ. বেল ল্যাবরেটরি গ. মাইক্রোসফট ঘ. ক্লারিস

উত্তরঃ ঘ. ক্লারিস

৪৪। নিচের কোনটিকে মাইক্রো নিউট্রিয়েন্ট বলা হয়?

ক. আমিষ খ. ভিটামিন গ. শর্করা ঘ. ক+খ

উত্তরঃ খ. ভিটামিন

৪৫। (101101)2 এর দশমিক মান নিচের কোনটি?

ক. 43 খ. 34 গ. 45 ঘ. 54

উত্তরঃ গ. 45

৪৬। কোন যৌগটি কাপড়ের দাগ তুলতে সাহায্য করে?

ক. সোডিয়াম কার্বনেট খ. ক্যালসিয়াম বাইকার্বনেট

গ. সোডিয়াম বাইকার্বনেট ঘ. ক্যালসিয়াম কার্বনেট

উত্তরঃ ক. সোডিয়াম কার্বনেট 

৪৭। নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য কোনটি ব্যবহার করা হয়?

ক. ফাইবার অপটিক ক্যাবল খ. মডেম গ. সুইচ ঘ. গেটওয়ে

উত্তরঃ ঘ. গেটওয়ে

৪৮। কোন রঙের আলোতে সালোকসংশ্লেষণ সবচেয়ে ভাল হয়?

ক. নীল খ. সবুজ গ. হলুদ ঘ. বেগুনী

উত্তরঃ সঠিক উত্তর নাই (সঠিক উত্তর লাল আলোতে) 

৪৯। কোনটি আউটপুট ডিভাইস?

ক. কিবোর্ড খ. প্রিন্টার গ. ওসিআর ঘ. কোনটিই নয়

উত্তরঃ খ. প্রিন্টার

৫০। মানবদেহে অত্যাবশ্যকীয় এমাইনো এসিড কয়টি?

ক. ৬ টি খ. ৭ টি গ. ৮ টি ঘ. ৯ টি

উত্তরঃ ঘ. ৯ টি

৫১। নিচের কোনটি বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম নয়?

ক. Linux খ. MS DOS গ. Unix ঘ. Windows

উত্তরঃ ঘ. Windows

৫২। আলোর কোন ঘটনাটি মরীচিকা সৃষ্টির পিছনে কাজ করে?

ক. প্রতিফলন খ. বিক্ষেপণ

গ. পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘ. প্রতিসরণ

উত্তরঃ গ. পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন

৫৩। ড্যাটাবেইজ ল্যাঙ্গুয়েজের উদাহরণ-

ক. XQuery খ. OQL গ. LINQ ঘ. সবগুলোই

উত্তরঃ ঘ. সবগুলোই

৫৪। কোন মৌলটি রাসায়নিক বিক্রিয়ায় বিজারক হিসেবে কাজ করে?

ক. হাইড্রোজেন খ. অক্সিজেন গ. ক্লোরিন ঘ. ব্রোমিন

উত্তরঃ ক. হাইড্রোজেন

৫৫। কোন গেইটের দুইটি ইনপুট সমান না হলে আউটপুট ১ হয়, অন্যথায় আউটপুট ০ হয়।

ক. AND খ. NOR গ. EX-OR ঘ. OR

উত্তরঃ গ. EX-OR

৫৬। করোনার কোন ভ্যারিয়েন্ট ওমিক্রন নামে পরিচিত?

ক. B.1.1.7 খ. B.1.351 গ. B.1.1.529 ঘ. B.1.617.2

উত্তরঃ গ. B.1.1.529

৫৭। সাধারণ ট্রানজিস্টর কী হিসেবে কাজ করে?

ক. পরিবাহী হিসেবে খ. স্পন্দক হিসেবে

গ. ফিল্টারিং হিসেবে ঘ. বিবর্ধক হিসেবে

উত্তরঃ ঘ. বিবর্ধক হিসেবে

৫৮। নিচের কোনটি অক্টাল নাম্বার?

ক. 368 খ. 1001 গ. 963 ঘ. 15A

উত্তরঃ খ. 1001

৫৯। উড়োজাহাজের গতি নির্ণয়ে কোন যন্ত্র ব্যবহার হয়?

উ. ওডোমিটার খ. ক্রনোমিটার

গ. ট্যাকোমিটার ঘ. ক্রেসকোমিটার

উত্তরঃ খ. ক্রনোমিটার

৬০। বুলিয়ান যোগের জন্য কোনটি সত্য নয়?

ক. 0 + 0 = 0 খ. 1 + 1 = 1 গ. 1 + 0 = 1 ঘ. কোনটিই নয় 

উত্তরঃ ঘ. কোনটিই নয় 

 

বাংলা অংশ সমাধানঃ    

৬১। ‘মাল্যবান’ উপন্যাসের রচয়িতা কে?

ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় খ. জীবনানন্দ দাশ

গ. মানিক বন্দোপাধ্যায় ঘ. বুদ্ধদেব বসু

উত্তরঃ খ. জীবনানন্দ দাশ

৬২। ‘সাক্ষী গোপাল’ বাগধারাটির অর্থ কী?

ক. কাণ্ডজ্ঞানহীন খ. নির্বোধ  গ. নিরেট ‍মুর্খ ঘ. নিষ্ক্রিয় দর্শক

উত্তরঃ ঘ. নিষ্ক্রিয় দর্শক

৬৩। এখন গোল্লায় যাও – বাক্যটিতে কোন ধরণের ক্রিয়াপদ ব্যবহৃত হয়েছে?

ক. যৌগিক ক্রিয়া খ. মিশ্র ক্রিয়া গ. দ্বিকর্মক ক্রিয়া ঘ. নামধাতু

উত্তরঃ খ. মিশ্র ক্রিয়া

৬৪। চিড়িয়াখানা শব্দটি কোন দুটি ভাষার শব্দের সংমিশ্রণ? 

ক. তুর্কি ও ফারসি খ. হিন্দি ও তুর্কি গ. ফারসি ও বাংলা ঘ. হিন্দি ও ফারসি

উত্তরঃ ঘ. হিন্দি ও ফারসি

৬৫। ঈশ্বরচন্দ্রকে বিদ্যাসাগর উপাধি দেয়া হয় কোন প্রতিষ্ঠান থেকে?

ক. হিন্দু কলেজ খ. সংস্কৃত কলেজ

গ. ফোর্ট উইলিয়াম কলেজ ঘ. স্কটিশ চার্চ কলেজ

উত্তরঃ খ. সংস্কৃত কলেজ

৬৬। কাজী নজরুল ইসলামের রচনায় কোন চলচ্চিত্র নির্মিত হয়?

ক. পাতালপুরী খ. গ্রহের ফের গ. বিদ্যাপতি ঘ. চৌরঙ্গী

উত্তরঃ গ. বিদ্যাপতি

৬৭। ‘ঠাকুর বাড়ির আঙিনায়’ কার আত্মকথামূলক রচনা?

ক. জসীমউদ্দীন খ. রবীন্দ্রনাথ ঠাকুর গ. মৃণালিনী ঘ. শওকত ‍ওসমান

উত্তরঃ ক. জসীমউদ্দীন

৬৮। নিচের কোন বাক্যটি শুদ্ধ?

ক. পরোপকার মানুষত্বের পরিচায়ক খ. আবশ্যক ব্যয়ে কার্পণ্যতা করা উচিত নয়

গ. দীনতা প্রশংসনীয় নয় ঘ. বৃক্ষটি সমূলসহ উৎপাটিত হয়েছে

উত্তরঃ গ. দীনতা প্রশংসনীয় নয়

৬৯। পঞ্চত্বপ্রাপ্তি বলতে কী বোঝায়?

ক. বিবাহ খ. মৃত্যু গ. অনুগ্রহ ঘ. পুত্র লাভ

উত্তরঃ খ. মৃত্যু

৭০। কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস নয়?

ক. জোছনা ও জননীর গল্প খ. জনক ও জননীর গল্প

গ. নেকড়ে অরণ্য ঘ. যে অরণ্যে আলো নেই

উত্তরঃ খ. জনক ও জননীর গল্প

 

সাধারণ জ্ঞান অংশ সমাধানঃ    

৭১। ন্যাশনাল গার্ড কোন দেশের নিরাপত্তা বাহিনী? 

ক. হংকং খ. ভ্যাটিকন সিটি গ. ইরান ঘ. যুক্তরাষ্ট্র

উত্তরঃ ঘ. যুক্তরাষ্ট্র

৭২। আগ্নেয় পদার্থ সঞ্চিত হয়ে গঠিত পর্বত কোনটি?

ক. ব্ল্যাক ফরেস্ট খ. হেনরি গ. কিলিমানজারো ঘ. রকি

উত্তরঃ গ. কিলিমানজারো

৭৩। সম্প্রতি কোন বাংলাদেশি জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল নিযুক্ত হন?

ক. ফাহিমা ইয়াসমিন খ. আমিরা হক গ. রাবাব ফাতিমা ঘ. আনোয়ার উল করিম  

উত্তরঃ গ. রাবাব ফাতিমা

৭৪। মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্য কোনটি? 

ক. জাগ্রত চৌরঙ্গী খ. অপরাজেয় বাংলা গ. সংসপ্তক ঘ. সাবাশ বাংলাদেশ 

উত্তরঃ ক. জাগ্রত চৌরঙ্গী [এটি ১৯৭৩ সালে নির্মাণ করা হয়। মুক্তিযুদ্ধের প্রেরণায় নির্মিত এটিই প্রথম ভাস্কর্য।] 

৭৫। সর্বশেষ কোন দেশে বিমান যাত্রী পরিবহন শুরু করে?

ক. কানাডা খ. চীন গ. আরব আমিরাত ঘ. যুক্তরাজ্য

উত্তরঃ ক. কানাডা

৭৬। বিশ্বের সর্ববৃহৎ মুক্ত বাণিজ্য চুক্তি RCEP তে অন্তর্ভুক্ত এশিয়ার দেশ কয়টি?

ক. ১০ টি খ. ১২টি গ. ১৩ টি ঘ. ১৫টি

উত্তরঃ গ. ১৩ টি

৭৭। ১৫তম এশিয়া কাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হবে? 

ক. আফগানিস্তান খ. ভারত গ. পাকিস্তান ঘ. সংযুক্ত আরব আমিরাত

উত্তরঃ ঘ. সংযুক্ত আরব আমিরাত

৭৮। কোন ক্ষেত্রে অবদানের জন্য শান্তিতে সর্বশেষ নোবেল পুরস্কার প্রদান করা হয়?

ক. জলবায়ু পরিবর্তন খ. পারমাণবিক শক্তির ব্যবহার

গ. মতপ্রকাশের স্বাধীনতা ঘ. শরণার্থীদের সুরক্ষা

উত্তরঃ গ. মতপ্রকাশের স্বাধীনতা

৭৯। ষষ্ঠ জনশুমারি ও গৃহগননা ২০২২ মোতাবেক বাংলাদেশের মোট স্বাক্ষরতার হার কত?

ক. ৭১.৫৬% খ. ৭২.৮২% গ. ৭৪.৬৬% ঘ. ৭৬.৫৬%

উত্তরঃ গ. ৭৪.৬৬%

৮০। রাশিয়া ও ইউক্রেনের নিরাপদ শস্য রপ্তানি চুক্তিতে মধ্যস্থতা করে কোন দেশ?

ক. ইউরোপীয় ইউনিয়ন খ. সৌদি আরব  গ. বেলারুশ ঘ. তুরস্ক

উত্তরঃ ঘ. তুরস্ক

 

Job Circular providing is our main goal and second is here Job Question solution. All of the important notices and Exam results can be taken from here. We try to provide here job circular related broad descriptions. That explain How you can Apply and paid Application Fees for any kind of job. We give Private company, Multinational Company, Govt, Non Govt job circular with applying process details.

How to apply for Private and Govt Job: Bangladeshi job applicants get numbers of job circular in many Newspapers and websites. But there not have the job description Broadly. Only Jobsmasterbd.com Provide here The Job circular Details with the applying process. The Govt Job circular applying process is Online based. Here you get a Teletalk link in every job notice. Just your need to enter that link and select your post name. Then give here your Educational Qualification details and Bio Data to complete apply. Application Fees can be paid by Teletalk sim.

Question Solution Provider

In every week numbers of Govt. Institute take their job exam. If you are a job examine can visit this website to get your job exam question full solution in that day after 3 hours later. We post here 100% right answer with clear job exam question. Numbers of applicant search their job exam question solution. If you are a Question solution searchers can visit in this site. Job exam Question solution helps you to understand the next exam question pattern. Get a broad idea about lesson wise question that, which lesson and subject have how much question. You can read well that lesson and take a great job exam preparation.

All Exam Result and Date related all of the notices we include here. That help every examine to know about their post whole information.

Job Related Question and answer

If your have any Question About Job circular and Exam can Mail here: [email protected]. We at first see your question related Official website link then give you your asking question answer that help you so much. Numbers of applicants miss their job exam cause they do not get any message or info about that exam. So stay with us. We solve that problem by giving your question and answer.

Biman Bangladesh Airlines Update notice answer Get here

jobsmasterbd.com is an Educational and Job related site so If you are student can bookmark this site link to get your essential information updates. National University Exam Routine, Result, From Fill up notice and Degree notices also get faster than any other site.

Jobs Master BD’s Aim and Goal

This site’s main aim is to help Job applicants and Students. Our all of the post and content Education based. So you get here Exam result, Question Solution, Job Circular and Job exam Suggestion. How to get exam related faster than any other site we research that way and give here Proxy link that help you to get your result from time to time. Job circular PDF copy you get easily by using our PDF download link. Because PDF file contain clear notices that help you to read the circular well.

 

Jobs Master BD